খুলনা বিভাগের ৬ জেলায় স্কুলের পাঠদান বন্ধ

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১৮: ৩৮

তীব্র শীতে খুলনা বিভাগের ছয় জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পাঠদান বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে বিদ্যালয় প্রধানকে বন্ধের নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। ওই সব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার ভোরে মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রধানকে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে বিদ্যালয়গুলোতে চিঠি পাঠানো হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।’ তবে নির্দেশনা দিতে দেরি হওয়ায় সাতক্ষীরায় মঙ্গলবার ছুটি দেওয়া হয়নি বলেও জানান তিনি।

জানা যায়, দেশে চলতি মাসে তীব্র শীতের কারণে খুলনা মহানগরীসহ জেলার এক হাজার ১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা খুলনায় চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা।’

এ বিষয়ে খুলনা বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক খো. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘তীব্র শীতের কারণে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব মাধ্যমিক বিদ্যালয় দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে বুধবার এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে জেলাগুলোতে বন্ধের নির্দেশনা পৌঁছানোর আগে বহু শিক্ষার্থী স্কুলে গিয়ে ছুটির কথা জানতে পেরে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত