সাবেক এমপি টগরসহ ১২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা, গ্রেপ্তার ১ 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১২: ০৭
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৪: ১০

হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজগর টগরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে ১২২ নেতা-কর্মীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে জীবননগর পৌরসভার রাজনগর গ্রামের আনোয়ার হোসেন বাদী এ মামলা করেন। মামলায় জীবননগর পৌরসভার সাবেক কাউন্সিলর মতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 

মামলায় সাবেক সংসদ সদস্য আলী আজগর টগর ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের সভাপতি শাহ শরিফুল ইসলাম ছোট বাবু এবং সাধারণ সম্পাদক মজিবর রহমানকে আসামি করা হয়েছে। 

আরও আসামি করা হয়েছে উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, হাসাদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা, কেডিকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল বাশার শিপলু, জীবননগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আনিক হাসান, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান বিপ্লবসহ ১২২ জনের নামে ও অজ্ঞাত ১০০-১৫০ জনকে। 

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক এমপি টগরের নির্দেশনায় সশস্ত্র দলবল আতঙ্ক ও বিশৃঙ্খলা করে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিল। এ সময় আনোয়ার হোসেন প্রতিবাদ করতে গেলে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং তাঁর সঙ্গে থাকা তুষার নামের এক ব্যক্তিকে মারধর করা হয়। তিনি তুষারকে বাঁচাতে গেলে আনোয়ারের ব্যাগে থাকা ৭ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে আনোয়ারের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেন এমপির লোকজন। 

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এ মামলার আসামি মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত