স্মার্ট দেশ গড়তে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: হুইপ মাশরাফি 

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৭: ৫৩
Thumbnail image

জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আমাকে এই জনপদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।’ 

আজ শনিবার নড়াইল লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে উপজেলা ও পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন হুইপ মাশরাফি বিন মর্তুজা, প্রধান অতিথি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. গাউছুল আজম মাসুমসহ অতিথিরা। 

উপজেলা যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান প্রমুখ। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলরদের মতামত নেওয়া হয়। দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত