কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ইঁদুর মারার জন্য ধানখেতে পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. সোহান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামের কৃষক আনিসুর রহমানের ধানখেতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক কৃষক নিহত হয়েছেন।
নিহত সোহান ওই গ্রামের ফজলু শেখের ছেলে এবং কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত কৃষক মাসুদ আলী (৩৫) একই গ্রামের হায়াত আলীর ছেলে। তাঁরা সম্পর্কে প্রতিবেশী চাচা-ভাতিজা।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝগ্রামের সদর আলীর ছেলে আনিসুর রহমান ইঁদুর মারার জন্য তাঁর নিজ ধানখেতে গোপনে বৈদ্যুতিক খোলা তার দিয়ে রেখেছিল। গতকাল সন্ধ্যায় ওই জমির আইল দিয়ে কৃষক মাসুদ আলী তাঁর জমিতে সার ছিটাতে যান। অন্যদিকে, ফুটবল খেলা শেষে বাড়িতে ফিরছিলেন কলেজছাত্র সোহান। এ সময় বিদ্যুতায়িত হন কৃষক মাসুদ। তাঁকে দেখে সোহান বাঁচাতে যান এবং তিনিও বিদ্যুতায়িত হন। পরে বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন। আর কৃষক মাসুদকে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নিহতের আত্মীয় মিলি খাতুন বলেন, ‘আমার চাচা মাসুদ মাঠে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় দূর সম্পর্কের চাচাতো ভাই সোহান তাঁকে বাঁচাতে যান। বাঁচাতে গিয়ে সোহান নিজেই বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।’
শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুজন হাসপাতালে এসেছিলেন। একজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিলেন। অন্যজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিদ্যুতায়িত হয়ে এক ছাত্র মারা গেছেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার কুমারখালীতে ইঁদুর মারার জন্য ধানখেতে পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. সোহান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামের কৃষক আনিসুর রহমানের ধানখেতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক কৃষক নিহত হয়েছেন।
নিহত সোহান ওই গ্রামের ফজলু শেখের ছেলে এবং কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত কৃষক মাসুদ আলী (৩৫) একই গ্রামের হায়াত আলীর ছেলে। তাঁরা সম্পর্কে প্রতিবেশী চাচা-ভাতিজা।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝগ্রামের সদর আলীর ছেলে আনিসুর রহমান ইঁদুর মারার জন্য তাঁর নিজ ধানখেতে গোপনে বৈদ্যুতিক খোলা তার দিয়ে রেখেছিল। গতকাল সন্ধ্যায় ওই জমির আইল দিয়ে কৃষক মাসুদ আলী তাঁর জমিতে সার ছিটাতে যান। অন্যদিকে, ফুটবল খেলা শেষে বাড়িতে ফিরছিলেন কলেজছাত্র সোহান। এ সময় বিদ্যুতায়িত হন কৃষক মাসুদ। তাঁকে দেখে সোহান বাঁচাতে যান এবং তিনিও বিদ্যুতায়িত হন। পরে বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন। আর কৃষক মাসুদকে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নিহতের আত্মীয় মিলি খাতুন বলেন, ‘আমার চাচা মাসুদ মাঠে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় দূর সম্পর্কের চাচাতো ভাই সোহান তাঁকে বাঁচাতে যান। বাঁচাতে গিয়ে সোহান নিজেই বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।’
শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুজন হাসপাতালে এসেছিলেন। একজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিলেন। অন্যজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিদ্যুতায়িত হয়ে এক ছাত্র মারা গেছেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগে