Ajker Patrika

খুলনায় দায়িত্বরত অবস্থায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

খুলনা প্রতিনিধি
খুলনায় দায়িত্বরত অবস্থায় ট্রাকের ধাক্কায় এসআই নিহত

খুলনায় ট্রাকের ধাক্কায় খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক (৫৪) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১২টার পর থানার সামনের আফিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যান চালক।

নিহত এসআই আব্দুল হকের বাড়ি যশোর জেলার বাঘড়ারপাড়া নারকেল বাড়িয়া গ্রামে। খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন।

বাইপাস সড়কে বেকেএসপির সামনে দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, রাতে বিকেএসপির সামনে টহলের দায়িত্ব পালনরত অবস্থায় একটি খালি ট্রাক এসআই আব্দুল হককে ধাক্কা দেয়। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মারা যান। আজ বৃহস্পতিবার দুপুরে বয়রা পুলিশ লাইনে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত