ইবি প্রতিনিধি
অনতিবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। আজ বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘রক্তস্নাত গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার ভারতে পলায়নের মাধ্যমে ছাত্র-জনতার বহুল প্রতীক্ষিত বিজয় অর্জিত হয়েছে। দীর্ঘদিন পর যেন মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পেরে পুরো জাতি আজ আবেগে উদ্বেলিত। জুলুম-নির্যাতন ও ত্রাসের কালো মেঘ কেটে একদিকে যেমন জনমনে জেগেছে স্বস্তির সুবাতাস, অন্যদিকে স্বৈরাচারী শক্তি বহু রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয়কে পুনরায় নস্যাৎ করতে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নানা ষড়যন্ত্রে লিপ্ত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ছাত্র-জনতার রক্তস্নাত গণ-অভ্যুত্থানে অর্জিত এই গণবিজয়কে কোনো কুচক্রীমহল যেন নস্যাৎ করতে না পারে, সে জন্য শোক ও স্বস্তির জাতীয় এই সন্ধিক্ষণে সবাইকে সজাগ থেকে দেশ পুনর্গঠনে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আমাদের পক্ষ থেকে উদাত্ম আহ্বান জানাই।’
একই সঙ্গে বিবৃতিতে আহতদের সুচিকিৎসা এবং বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি যত্নবান হয়ে দ্রুত সকল হত্যা, ক্ষয়ক্ষতি ও নৈরাজ্যের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়।
অনতিবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। আজ বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘রক্তস্নাত গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার ভারতে পলায়নের মাধ্যমে ছাত্র-জনতার বহুল প্রতীক্ষিত বিজয় অর্জিত হয়েছে। দীর্ঘদিন পর যেন মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পেরে পুরো জাতি আজ আবেগে উদ্বেলিত। জুলুম-নির্যাতন ও ত্রাসের কালো মেঘ কেটে একদিকে যেমন জনমনে জেগেছে স্বস্তির সুবাতাস, অন্যদিকে স্বৈরাচারী শক্তি বহু রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয়কে পুনরায় নস্যাৎ করতে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নানা ষড়যন্ত্রে লিপ্ত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ছাত্র-জনতার রক্তস্নাত গণ-অভ্যুত্থানে অর্জিত এই গণবিজয়কে কোনো কুচক্রীমহল যেন নস্যাৎ করতে না পারে, সে জন্য শোক ও স্বস্তির জাতীয় এই সন্ধিক্ষণে সবাইকে সজাগ থেকে দেশ পুনর্গঠনে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আমাদের পক্ষ থেকে উদাত্ম আহ্বান জানাই।’
একই সঙ্গে বিবৃতিতে আহতদের সুচিকিৎসা এবং বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি যত্নবান হয়ে দ্রুত সকল হত্যা, ক্ষয়ক্ষতি ও নৈরাজ্যের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়।
‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’
৬ মিনিট আগেরাজশাহী নগর মহিলা দলের নেত্রীর বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলেন সড়কের ওপর। তখন কিছুটা দূরে পরপর দুটি ককটেল ফোটে। আত্মরক্ষায় পুলিশ সদস্যরা পাশের একটি সেলুনে ঢুকে পড়েন।
১৬ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযোগ রয়েছে, উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মামলা করা হয়েছে ছোট ছোট অবৈধ মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে অনেক স্থানেই কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ হয়েছে।
৩৬ মিনিট আগেমুনিরা মুনমুন আবৃত্তিশিল্পী। সপ্তাহখানেক আগের এক সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি লেকের পাশে তিনি শিকার হয়েছেন এক চরম অনাকাঙ্ক্ষিত ঘটনার। কিছুতেই ভুলতে পারছেন না বিষয়টি। মুনিরা ও তাঁর এক বান্ধবী রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন।
৩৬ মিনিট আগে