Ajker Patrika

বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, আহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ১৬: ১৮
বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, আহত ২

কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওয়াদাপাড়া ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনায় নিহত ভ্যানচালকের নাম লিটন আলী (৩৫)। তিনি এলাকার চৌদুয়ার গ্রামের (পাজাপাড়ার) আবু তালেবের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওয়াদাপাড়া ব্রিজে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত একটি পাখি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা তিনজনই সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই ভ্যানের চালক লিটনের মৃত্যু হয় এবং ভ্যানের যাত্রী মিরপুর থানার বিল আমলার মহিদুলের ছেলে নাইম (২৫) ও ওয়াহেদের পুত্র মিলন (৪৫) গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত নাইম ও মিলনকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় নিহত লিটনের মৃতদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালককে শনাক্ত এবং তাঁকে আটকের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত