সংসার চলছে না কাউন্সিলরের, সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে ফেসবুকে ভিডিও

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২: ৩৬
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৩২

‘বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সম্মানী ভাতা পাই মাত্র ১০ হাজার টাকা। আমার অন্য পেশা নেই। এ দিয়ে সংসার চলছে না। খরচ মেটাতে হিমশিম খাচ্ছি।’ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সম্মানী ভাতা বাড়ানোর দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা ও স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেছেন এক ওয়ার্ড কাউন্সিলর। 

আজ বুধবার ভোরে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। গত শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনতে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন তিনি। 

ওই কাউন্সিলের নাম এস এম রফিক। তিনি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার নির্বাচিত কাউন্সিলর। এ ছাড়া তিনি বাংলাদেশ কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। 

কাউন্সিলর এস এম রফিকের ফেসবুক ভিডিও ও স্ট্যাটাসসোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কাউন্সিলর তার অভাব-অনটন ও অসহায়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলেছেন, ‘সম্মানী ভাতা বৃদ্ধির নির্দেশ প্রদান করা হোক। সুস্থভাবে সংসার চালানোর সুযোগ দেওয়া হোক। পৌরসভার অধিকাংশ কাউন্সিলরদের একই অবস্থা। পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই পৌরসভার বরাদ্দ থেকে সম্মানী ভাতা বৃদ্ধি করা সম্ভব।’ 

গতকাল মঙ্গলবার ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘পৌর কাউন্সিলরদের ভাতা দেওয়া বন্ধ করুন। নইলে ভাতা বৃদ্ধি করুন। সম্মানী ভাতার নামে অসম্মানী মানিনা, মানব না। বাংলাদেশ পৌর কাউন্সিলরদের প্রাণের দাবি সময় উপযোগী সম্মানী ভাতা বৃদ্ধি করুন।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত