Ajker Patrika

মনিরামপুরে নির্বাচনী সহিংসতায় আহত ২ 

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ১৭
মনিরামপুরে নির্বাচনী সহিংসতায় আহত ২ 

যশোরের মনিরামপুরে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী সহিংসতায় শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা করে। 

আহত ব্যক্তিরা হলেন মনিরামপুরের চালুহাটি ইউনিয়নের নেংগুড়াহাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই গ্রামের গোলাম মোস্তফার নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে জিহাদ হোসেন (১৬)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 
 
আহত ব্যক্তিদের স্বজনেরা বলেন, চালুয়াহাটি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকালে ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাইফুল ইসলাম। পথিমধ্যে একদল যুবক পেছন দিক থেকে এসে তাঁর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ঠেকাতে গেলে সাইফুলের হাতেও আঘাত করা হয়। অপরদিকে, জিহাদ হোসেন সকালে তার এক শিক্ষকের মৃত্যুর খবর শুনে সেখানে যাচ্ছিল। মনিরামপুরের সরুব্ধিকান্দা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। 

আহত সাইফুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি এলে পেছন দিক থেকে হামলা চালানো হয়। তবে হামলাকারীরা কোন পক্ষের সমর্থক ছিল, সেটা চিনতে পারিনি।’

সাইফুল ইসলামের মা সুফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে ফার্নিচারের কাজ করে সংসার চালায়। কারও সঙ্গে কোনো ঝগড়া নেই। সে একজন সাধারণ ভোটার। ছেলের ওপর হামলা করার খবর পেয়ে ভোট না দিয়েই হাসপাতালে ছুটে এসেছি।’ 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি বলেন, আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত