ঘের থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি জমি নিয়ে বিরোধে হত্যা

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১৮: ৩৯

নড়াইল সদর উপজেলায় ঘের থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মুলিয়া ইউনিয়নের বনগ্রামের মরদেহটি উদ্ধার করা হয়। ওই কিশোরের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। 

মৃত কিশোরের নাম শিবাজিত বিশ্বাস (১৫)। সে শিবাজিত বনগ্রাম এলাকার শিপন বিশ্বাসের ছেলে। 

কয়েক বন্ধু মিলে ঘেরে গোসল করতে যায়। একপর্যায়ে শিবাজিত পানিতে ডুবে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। যদিও তার পরিবারের দাবি, শিবাজিতের বাবার সঙ্গে ব্যবসায়ী খান মোহাম্মদ কবিরের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে শিবাজিতকে হত্যা করা হয়েছে। 

অভিযুক্ত খান মোহাম্মদ কবির বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার করা হচ্ছে। প্রথমে তাদের পরিবারের পক্ষ থেকে ঘেরে ডুবে মারা গেছে বলা হলেও একটি মহলের ইন্ধনে পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টিকে হত্যাকাণ্ডের অপপ্রচার চালানো হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’ 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত