Ajker Patrika

বেনাপোলে ৫ স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০৯
বেনাপোলে ৫ স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

যশোরের বেনাপোল থেকে পাঁচটি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম কদম আলি (৩৫)। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে। 

 ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সাইফুল্লাহ সিদ্দিকি জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পারে সীমান্তপথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে। এ সময় তাঁর কাছে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। ওই যুবকের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে মাহাফুজ মোল্লা নামে একজনকে ৪ কেজি ৫৫৭ গ্রামের ১৯টি স্বর্ণের বারসহ আটক করেছিল বিজিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত