Ajker Patrika

বন বিভাগের অফিসে আবার বাঘ, ভিডিও করলেন বনরক্ষী

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯: ০৩
বন বিভাগের অফিসে আবার বাঘ, ভিডিও করলেন বনরক্ষী

সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের অফিসের সামনে আবারও বাঘের দেখা মিলেছে। বাঘের ভিডিও ধারণ করে বৃহস্পতিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন মোস্তাক আহমেদ নামের এক বনরক্ষী। এক মিনিট ষোলো সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায়। 

ভিডিও ধারণকারী সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, ‘সোমবার (৭ আগস্ট) রাতে অন্য সময়ের মতো ডিউটি শেষে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাঘ দেখে হতভম্ব হয়ে যাই। ভয়ে ভয়ে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, ‘এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গেছে। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি পরিণত। অভয়ারণ্য এলাকায় মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাঁদের সতর্ক থাকতে বলেছি।’ এ ছাড়া বনে বাঘ বেড়েছে বলেও দাবি করেন এ কর্মকর্তা।

এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াতে দেখা যায়। তখন ২৪ ঘণ্টা ধরে বাঘ তিনটিকে অফিসের আশপাশ এলাকায় ঘুরে বেড়াতে দেখেন বনরক্ষীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত