কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্য গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সাবেক চেয়ারম্যানসহ দুজনকে আটক করে।
অভিযুক্ত আতাহার আলী ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক।
আহতরা হলেন মিরপুর উপজেলার শিমুলিয়া এলাকার মৃত আলাউদ্দিন গাজীর ছেলে হাসেম গাজী (৫৫) ও বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে পাখিভ্যানের চালক রেজাউল (৫০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে গতকাল সন্ধ্যায় লোক দিয়ে বাড়ি থেকে হাসেম গাজীকে মিরপুরের শিমুলিয়া বাজারে ডেকে আনেন আতাহার আলী। কথা-কাটাকাটির একপর্যায়ে নিজের লাইসেন্স করা অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করলে হাসেম গাজী গুলিবিদ্ধ হন। এ সময় সেখানে থাকা ভ্যানচালকও তাঁর ছোড়া গুলিতে আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলীসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্য গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সাবেক চেয়ারম্যানসহ দুজনকে আটক করে।
অভিযুক্ত আতাহার আলী ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক।
আহতরা হলেন মিরপুর উপজেলার শিমুলিয়া এলাকার মৃত আলাউদ্দিন গাজীর ছেলে হাসেম গাজী (৫৫) ও বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে পাখিভ্যানের চালক রেজাউল (৫০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে গতকাল সন্ধ্যায় লোক দিয়ে বাড়ি থেকে হাসেম গাজীকে মিরপুরের শিমুলিয়া বাজারে ডেকে আনেন আতাহার আলী। কথা-কাটাকাটির একপর্যায়ে নিজের লাইসেন্স করা অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করলে হাসেম গাজী গুলিবিদ্ধ হন। এ সময় সেখানে থাকা ভ্যানচালকও তাঁর ছোড়া গুলিতে আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলীসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের সওদাগরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের গুয়াগাও গ্রামের মাত্র পাঁচ মাসের শিশু একটি বিরল রোগ, হাইড্রোসেফালাস (মাথায় পানি জমা)-এ আক্রান্ত হয়েছে। মাথায় অস্বাভাবিকভাবে পানি জমে যাওয়ায় শিশুটির মস্তিষ্কের ওপর তীব্র চাপ সৃষ্টি হচ্ছে, যা তার জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।
১৩ মিনিট আগেখগারহাট এলাকার যুবক আব্দুস সামাদ বলেন, ‘একদিন পালসার বাইকে যাচ্ছিলাম। শামীম বলল, এটা তো পালসারের শব্দ।’ চোখে না দেখেও এমনটা বলা সত্যি অবাক করার মতো।’ সামাদ জানান, ‘শামীম প্রায় সব ধরনের বাইকের শব্দ শুনে নাম বলতে পারেন।’
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার অধ্যক্ষকে গণপিটুনি দেয়। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ঘটনা..
২২ মিনিট আগে