Ajker Patrika

ডুমুরিয়ার ১২ ইউনিয়নে নৌকার হার 

ডুমুরিয়া  (খুলনা) প্রতিনিধি 
ডুমুরিয়ার ১২ ইউনিয়নে নৌকার হার 

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নের ১২ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। মাত্র দুটি ইউনিয়নে জিতেছে নৌকার প্রার্থী। 

বিজয়ীরা হলেন-১ নম্বর ধামালিয়া ইউনিয়নে জহুরুল ইসলাম, ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়নে মনোজিৎ বালা (আনারস), ৩ নম্বর রুদাঘরা ইউনিয়নে গাজী তৌহিদ (আনারস), ৪ নম্বর খর্ণিয়া ইউনিয়নে দিদারুল ইসলাম (ঘোড়া), ৫ নম্বর আটলিয়া ইউনিয়নে হেলাল উদ্দিন (আনারস), ৬ নম্বর মাগুরাঘোনা ইউনিয়নে হেলাল (নৌকা), ৭ নম্বর শোভনা ইউনিয়নে সুরঞ্জিত বৈদ্য (মোটরসাইকেল), ৮ নম্বর শরাফপুর ইউনিয়নে শেখ রবিউল ইসলাম (চশমা), ৯ নম্বর সাহস ইউনিয়নে মাহবুবুর রহমান (আনারস)। 

এ ছাড়া ১০ নম্বর ভান্ডারপাড়া ইউনিয়নে গোপাল চন্দ্র দে (মোটরসাইকেল), ১১ নম্বর ডুমুরিয়া ইউনিয়নে হ‌ুমায়ূন কবির বুলু (চশমা), ১২ নম্বর রংপুর ইউনিয়নে বাবু সমরেশ, ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়নে মো. তুহিন (ঢোল), ১৪ নম্বর মাগুরখালী ইউনিয়নে বিমল সানা (নৌকা)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত