দেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার চায় জামায়াত

সাতক্ষীরা প্রতিনিধি
Thumbnail image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী সরকারের যে প্রেতাত্মারা বসে আছে, তাদের অপসারণ না করা পর্যন্ত নির্বাচনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত দেশ পুনর্গঠন না হবে ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সহযোগিতা করতে চায় জামায়াত।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরায় শহীদ চার শিক্ষার্থীর পরিবারকে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আজ শনিবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামায়াত আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুহাদ্দেস আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দেস আব্দুল খালেক।

অনুষ্ঠানে শহীদ আসিফসহ চার পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত