Ajker Patrika

যশোরে বাসে চালকের সহকারীকে কুপিয়ে হত্যা, ২ জন আটক

­যশোর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৪: ১০
এই বাসেই চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়। ছবি: সংগৃহীত
এই বাসেই চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়। ছবি: সংগৃহীত

যশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়ে ছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গাড়ির ভেতরে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির চালক ও সুপারভাইজারকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিনের পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে সরদার ট্রাভেলস নামের পরিবহনটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তিনি একাই গাড়িতে ছিলেন। সকালে চালক ও সুপারভাইজার এসে তাঁকে মৃত অবস্থায় দেখে কোতোয়ালি থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত