ডাকাতির প্রস্তুতিকালে যশোরে আ.লীগের নেতাসহ ৪ জন গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭: ৪৬
Thumbnail image
যশোরে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

ডাকাতির প্রস্তুতিকালে যশোরে আ.লীগের নেতা গোলাম মোস্তফা ওরফে জিএম মোস্তফাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে জিএম মোস্তফা, মাইক্রোবাসচালক রকি বিশ্বাস, সদর উপজেলার নতুন খয়েরতলা গ্রামের মিজানুর রহমান ও চুড়ামনকাঠি গ্রামের ফিরোজ আহাম্মেদ। এদের মধ্যে গোলাম মোস্তফা ও মিজানুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি প্রস্তুতিকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও মাইক্রোবাস জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে।

সূত্র আরও জানায়, তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় খুন, ছিনতাই, অপহরণ, মাদকসহ একাধিক মামলা রয়েছে। কাউন্সিলর মোস্তফা ২০২২ সালে চোরাচালানের স্বর্ণ ডাকাতিকালে র‍্যাব-৬ এর হাতে সহযোগীসহ গ্রেপ্তার হন।

জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার দুজন চৌগাছা উপজেলার, একজন সদর উপজেলার চুড়ামনকাঠি এবং অন্যজন নতুন খয়েরতলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ রয়েছে।’ আটকদের দুজন সেনাবাহিনীর সাবেক সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত