Ajker Patrika

জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে জখম

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে (২৮) কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে জীবননগর পৌর শহরের শাপলা প্লাজার পাশে এই ঘটনা ঘটে। মিঠু জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা।

এলাকাবাসী জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে মিঠুর সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। কিছুক্ষন পর আরও কয়েকজন এসে তাঁর ওপর হামলা করে। দেশীয় অস্ত্র দিয়ে হাতে আঘাত করলে তিনি পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরিন বলেন, মিঠুর বাঁ হাতের মাংসপেশিতে আঘাত লেগেছে। এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নারী সংক্রান্ত কোনো বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত