যশোরে সাবেক কাউন্সিলরকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা, আটক ১

যশোর ও অভয়নগর প্রতিনিধি 
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১০: ২৪
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১: ১৯
যশোরে নিহত জিয়া উদ্দিন পলাশ। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে জিয়া উদ্দিন পলাশ নামে এক সাবেক কাউন্সিলরকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওয়াপাড়া নৌবন্দর এলাকায় একটি পরিত্যক্ত ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রইচ উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল করিম এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত জিয়া উদ্দিন পলাশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নওয়াপাড়া এলাকার ইব্রাহিম সরদারের ছেলে।

অভয়নগর থানার ওসি এমদাদুল করিম বলেন, নিহত পলাশ আওয়ামী লীগে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নওয়াপাড়া নৌবন্দরের একটি ঘাট দখলকে কেন্দ্র করে রইচ উদ্দীন নামের স্থানীয় বিএনপির কর্মীর সঙ্গে পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে রইচসহ কয়েকজন রাতে পলাশকে তুলে এনে আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবনে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, স্থানীয়রা রইচকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় রইচকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর নিহত পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই দশক আগে নিহত পলাশের বাবা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শ্রমিক নেতা ইব্রাহিম হাসান সরদার ঘাট দখলের পূর্ববিরোধে দুর্বৃত্তদের গুলিতে খুনের শিকার হন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ লাখ ডলার পাচারের তথ্য না দিয়ে জরিমানা গুনল ব্র্যাক ব্যাংক

চীনের পর এবার ব্রহ্মপুত্রে বাঁধ দিতে চায় ভারতও, সংকটে পড়বে ভাটির বাস্তুতন্ত্র

‘৫৪ বছর আগের একটি সংবিধান আমাদের ভাবনাকে থামিয়ে দিবে—এটা মানতে রাজি না’

নিষিদ্ধ না হলে আ.লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

জানি না ৩১ ডিসেম্বর ছাত্ররা কী ঘোষণা দেবে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত