কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় শাহানাজ আক্তার তুবা (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তুবা ওই গ্রামের শাহীনুর রহমান শাহীনের মেয়ে এবং দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে তুবা তার মা-বাবার কাছে একটি স্মার্টফোন চেয়েছিল। কিন্তু মোবাইল ফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করে তার পরিবার। এরপর শনিবার সন্ধ্যায় অভিমানে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুবার বাবা শাহীনুর রহমান বলেন, ‘আমি ও আমার স্ত্রী দুজনই ঢাকাতে গার্মেন্টসে চাকরি করি। আমার মেয়ে তুবা একটু মানসিকভাবে অসুস্থ ছিল। সে একটি মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু দিতে পারিনি। সেই অভিমানেই সে আত্মহত্যা করেছে।’
নন্দলালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মানিক শেখ বলেন, ‘তুবা খুব সহজসরল মেয়ে ছিল। তবে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। এমন মৃত্যু আমাদের কারওই কাম্য নয়।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, মোবাইল ফোন না পেয়ে অভিমানে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় শাহানাজ আক্তার তুবা (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তুবা ওই গ্রামের শাহীনুর রহমান শাহীনের মেয়ে এবং দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে তুবা তার মা-বাবার কাছে একটি স্মার্টফোন চেয়েছিল। কিন্তু মোবাইল ফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করে তার পরিবার। এরপর শনিবার সন্ধ্যায় অভিমানে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুবার বাবা শাহীনুর রহমান বলেন, ‘আমি ও আমার স্ত্রী দুজনই ঢাকাতে গার্মেন্টসে চাকরি করি। আমার মেয়ে তুবা একটু মানসিকভাবে অসুস্থ ছিল। সে একটি মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু দিতে পারিনি। সেই অভিমানেই সে আত্মহত্যা করেছে।’
নন্দলালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মানিক শেখ বলেন, ‘তুবা খুব সহজসরল মেয়ে ছিল। তবে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। এমন মৃত্যু আমাদের কারওই কাম্য নয়।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, মোবাইল ফোন না পেয়ে অভিমানে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
২৪ মিনিট আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
৪৩ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১ ঘণ্টা আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১ ঘণ্টা আগে