Ajker Patrika

লোহাগড়ায় বর্তমান ও সাবেক মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, নারীসহ আহত ২৫ 

নড়াইল প্রতিনিধি
লোহাগড়ায় বর্তমান ও সাবেক মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, নারীসহ আহত ২৫ 

নড়াইলের লোহাগড়ায় ইউপি সদস্যের ছেলেকে ‘চোর’ সন্দেহ করায় বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। সেই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকালে কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

পুলিশ বলছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে চোর সন্দেহে বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলামের ছেলে রবিউলকে ধরে তার বাবার কাছে নিয়ে যায় সাবেক ইউপি সদস্য ইব্রাহীম মোল্যার সমর্থকেরা। সেখানে চুরির ঘটনায় রবিউল নয়, তাদের প্রতিবেশী রহমানের ছেলে সুজন জড়িত বলে জানায় সে। পরে ইউপি সদস্য নজরুল ইসলাম সুজনকে বেদম মারধর করে। আগামীকাল শুক্রবার স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মীমাংসার জন্য দিন ধার্য করেন। কিন্তু বিচারের অপেক্ষা না করে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হন।

এ বিষয়ে কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাচান আল মামুদ বলেন, ‘আগামীকাল শুক্রবার বিষয়টি মীমাংসার জন্য দিন ধার্য ছিল। নজরুল মেম্বার বিষয়টি নিয়ে বুধবার রাতে মিটিং করলে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত