Ajker Patrika

খুবিতে আইন বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন

খুবি প্রতিনিধি
খুবিতে আইন বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘সমসাময়িক বিশ্বের আইনি গতিশীলতা’ শীর্ষক দুই দিনের জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান। বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা। 

প্রধান অতিথি বিচারপতি মো. খসরুজ্জামান বলেন, ‘বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে আমাদের দেশেও বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে আর্থসামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন হয়েছে। ফলে আইন ও বিচারের ক্ষেত্রে নতুন নতুন দিক ও সমস্যা উদ্ভূত হচ্ছে। এ প্রেক্ষাপটে আইনের অনেক ক্ষেত্রে সংশোধন ও সংযোজনের প্রয়োজন হয়ে পড়েছে।’ 

তিনি বলেন, ‘সামাজিক বাস্তবতায় মানুষ আইনের দ্বারস্থ হচ্ছে। কম সময়ের মধ্যে বিচারিক কাজ সম্পন্ন করে মানুষের প্রত্যাশা পূরণ বড় চ্যালেঞ্জ। তবে থানায় মামলা হওয়ার পর থেকে আদালতে বিচারকার্য শুরু হওয়ার আগে পর্যন্ত একটি বড় সময় চার্জশিট প্রদানসহ অন্যান্য কারণে বিলম্ব ঘটছে। এটাও বিচার প্রার্থীর বিচার পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ সূত্র তার কারণ।’ 

বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, খুলনা ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২৪টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে ১২৮ জন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী আইন পেশা সংশ্লিষ্টরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে ৩৭টি নিবন্ধ উপস্থাপন করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত