Ajker Patrika

ভারত থেকে বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশ, আটক ৬

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৮: ৩৯
ভারত থেকে বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশ, আটক ৬

কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় ছয় বাংলাদেশিকে আটক করেছে সীমান্ত বিজিবি। আজ সোমবার সীমান্তে আটকের বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পিএসসি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।

গণমাধ্যমের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গতকাল রোববার রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক হিজলদী, মাদরা, তলুইগাছা এবং বৈকারী বিওপি'র সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলা মহাদেবপুর থানার গাহোলি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আনারুল ইসলাম (৪০), চট্টগ্রাম আনোয়ারা থানার সিংহরা গ্রামের লঘু সরকারের ছেলে শ্রী নয়ন সরকার (২৭), খুলনা কয়রা থানার মদিনাবাদ ইউনিয়নের মৃত আক্তাব গাজীর ছেলে আলী আজম (২৫) তাঁর স্ত্রী মিনান নাহার (২১) ছেলে আরিফ হোসেন (৫) ও যশোর অভয় নগর থানার কুদলা গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে শরিফুল ফকির (৩১)।

আটককৃত বাংলাদেশি নাগরিকদের জেলা প্রশাসন, সাতক্ষীরা এর তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত