চিতলমারীতে ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৯: ৫০
Thumbnail image

বাগেরহাটের চিতলমারীতে ব্যবসায়ী রুবেল ফকির হত্যা মামলায় রাজু ফকির (২২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এই মামলার অন্য ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় বাগেরহাট জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত রাজু ফকির চিতলমারী উপজেলার খিলিগাতি গ্রামের রেজাউল ফকিরের ছেলে। হত্যার শিকার রুবেল ফকির একই গ্রামের মৃত মোহসিন ফকিরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ মে রাতে চিতলমারী উপজেলার খিলিগাতি বাজার এলাকায় ব্যবসায়ী রুবেল ফকিরের সঙ্গে পাওনা টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয় রাজু ফকিরের। একপর্যায়ে রাজু ফকির ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় রুবেল ফকিরকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ৩ মে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে রুবেলের মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের মা শিরিনা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় রেজাউল ফকিরসহ ১০-১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশ মো. রেজাউল করিম ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দেন। আদালত চার্জশিট গঠনের সময় এক আসামিকে অব্যাহতি দেন। 

এই মামলায় বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি মোহাম্মাদ আলী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন ফয়সাল আরেফিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত