Ajker Patrika

চিরকুট লিখে বন্ধুর বাড়িতে তরুণের ‘আত্মহত্যা’

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
চিরকুট লিখে বন্ধুর বাড়িতে তরুণের ‘আত্মহত্যা’

মেহেরপুরের গাংনীতে মো. সাইদুল ইসলাম (২০) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার সকালে উপজেলার বেতবাড়ীয়া গ্রামের বন্ধু পারভেজ আলীর ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সাইদুল উপজেলার বেতবাড়ীয়া গ্রামের রিফুউজিপাড়ার মো. শাহিন আলীর ছেলে। তিনি ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। 

স্থানীয়রা জানান, সাইদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিহালা গ্রামে বিয়ে করেন। কয়েক দিন আগে ঢাকা থেকে ছুটিতে এসে জানতে পারেন তাঁর স্ত্রী তাঁকে তালাক দিয়েছেন। এ নিয়ে অভিমানে গতকাল বৃহস্পতিবার রাতে একই গ্রামের বন্ধু পারভেজ আলীর বাড়িতে যান। 

বন্ধু পারভেজ ঘুমিয়ে গেলে সাইদুল ওই ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে উঠে পারভেজ দেখেন সাইদুলের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘর থেকে চিরকুট উদ্ধার করা হয়, এতে লেখা থাকে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। 

গাংনী থানার (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত