Ajker Patrika

চুয়াডাঙ্গায় বিয়ের এক সপ্তাহের মাথায় নববধূর আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৫: ৩২
চুয়াডাঙ্গায় বিয়ের এক সপ্তাহের মাথায় নববধূর আত্মহত্যা

চুয়াডাঙ্গায় বিয়ের এক সপ্তাহের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শ্রাবণী আক্তার লাবনী (১৯) নামে এক নববধূ। আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। শ্রাবণী আক্তার লাবনী চুয়াডাঙ্গা পৌর এলাকার নতুন বাজার এলাকার ইসহাক আলীর মেয়ে। 

নিহত শ্রাবণীর ছোট চাচা মুক্ত আহমেদ বলেন, এক সপ্তাহ আগে পারিবারিকভাবে কুষ্টিয়ার হালসা গ্রামে আলিমুজ্জামানের ছেলে সোহানুজ্জামান সোহানের সঙ্গে শ্রাবণীর বিয়ে হয়। এখন জানতে পেরেছি শ্রাবণীর সঙ্গে কোনো এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে বিয়ের এক দিনের মাথায় বাপের বাড়িতে চলে আসে শ্রাবণী। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে গণ্ডগোল হতে থাকে। আজ সকালে বাপের বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে শ্রাবণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রাবণীকে মৃত ঘোষণা করেন। 
 
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহম্মেদ বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শ্রাবণীকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, বিয়ের আগে এক ছেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে এক দিন সংসার করে বাপের বাড়িতে এসে আত্মহত্যা করেছেন শ্রাবণী। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থাকায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত