মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে মাদকের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মজনু হক ওরফে মজনু। তিনি গাংনী উপজেলার কামারখালী গ্রামের হাবিব মণ্ডলের ছেলে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই জালাল উদ্দিন গোপন খবরের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি মজনুকে বামন্দী বাসস্ট্যান্ডের একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মজনুর জিনস প্যান্টের পকেট থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়। এরপর তাঁকে গাংনী থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারার সারণির ১ (খ) তে একটি এজাহার দায়ের করা হয়।
দীর্ঘ সাড়ে সাত বছর ধরে মাদক মামলাটির বিচারিক কার্যক্রম চলার পর রায় ঘোষণা করা হয়। মামলাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুবেল।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা কারাগারে পাঠানোর পাশপাশি একই সঙ্গে জব্দকৃত আলামতসমূহ বিধি মোতাবেক ধ্বংস করার নির্দেশ দেন আদালতের বিচারক।
মেহেরপুরে মাদকের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মজনু হক ওরফে মজনু। তিনি গাংনী উপজেলার কামারখালী গ্রামের হাবিব মণ্ডলের ছেলে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই জালাল উদ্দিন গোপন খবরের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি মজনুকে বামন্দী বাসস্ট্যান্ডের একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মজনুর জিনস প্যান্টের পকেট থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়। এরপর তাঁকে গাংনী থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারার সারণির ১ (খ) তে একটি এজাহার দায়ের করা হয়।
দীর্ঘ সাড়ে সাত বছর ধরে মাদক মামলাটির বিচারিক কার্যক্রম চলার পর রায় ঘোষণা করা হয়। মামলাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুবেল।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা কারাগারে পাঠানোর পাশপাশি একই সঙ্গে জব্দকৃত আলামতসমূহ বিধি মোতাবেক ধ্বংস করার নির্দেশ দেন আদালতের বিচারক।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে এবং মুখে কালি মাখিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। পরে তাঁকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আটকে রাখা হলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।
৬ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে এক মাদ্রাসাশিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার আজগানা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে গতকাল শুক্রবার পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালায়। তবে এর আগেই ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতবরেরা গ্রাম্য সালিসের আয়োজন করে।
২১ মিনিট আগেলক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিস বৈঠক হলেও বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দিয়ে বাড়াবাড়ি করলে চুল কেটে এলাকা ঘোরানোর হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আত্মহত্যা করেছে ওই কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় ১২
১ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ ও ট্যুরিস্ট জিপ। খবর পেয়ে বাধা দিতে গিয়ে গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন চাকঢালা বিওপি বিজিবির কয়েকজন সদস্য। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে