যশোরে পল্লী বিদ্যুতের ঠিকাদার কারাগারে

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২: ২৭
Thumbnail image
আব্দুল মজিদ। ছবি: সংগৃহীত

যশোর জেলা যুব মহিলা লীগের সহসভাপতি ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আব্দুল মজিদকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার মনিরামপুর পৌর শহরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মজিদ পল্লী বিদ্যুতের ঠিকাদার। তিনি অর্থঋণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) পলাশ বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল মজিদের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি মামলা অর্থঋণ–সংক্রান্ত। সেই মামলায় তিনি এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’

অপর একটি সূত্রে জানা গেছে, একসময় আব্দুল মজিদ ইটভাটার ব্যবসা করতেন। তিনি ২০১৩ সালে ইট বিক্রি বাবদ যশোরের জনৈক এক ঠিকাদারের কাছ থেকে অগ্রিম ৭ লাখ ৮৫ হাজার টাকা গ্রহণ করেন।

পরে তিনি ইট সরবরাহ দিতে ব্যর্থ হন। একপর্যায়ে ঠিকাদারের চাপে আব্দুল মজিদ তাঁকে একটি ব্যাংকের চেক দেন। পরে ব্যাংকে গিয়ে টাকা না পেয়ে ওই ঠিকাদার তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেন। সেই মামলায় আদালত আব্দুল মজিদকে এক বছরের সাজা দেন।

এই বিষয়ে জানতে তাঁর স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের মোবাইল নম্বরে কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত