Ajker Patrika

স্লুইসগেট দিয়ে লবণ পানি তোলায় বোরো ধান নষ্টের অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
স্লুইসগেট দিয়ে লবণ পানি তোলায় বোরো ধান নষ্টের অভিযোগ

পাইকগাছায় সরকারি নির্দেশনা অমান্য করে স্লুইসগেট দিয়ে লবণ পানি তোলায় প্রায় ৫০০ বিঘা বোরো ধান নষ্ট হয়ে গেছে। তাতে ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকার মতো বলে দাবি কৃষদের। এ বিষয়ে জমির মালিকরা পানি উন্নয়ন বোর্ডসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছে। 
 
ভুক্তভোগী ধান চাষী জাহিদ হাসান ও লেয়াকত সানা জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের চুরাডাঙ্গা ও চক ভড়বুড়িয়া মৌজায় প্রায় ১ হাজার ৫০০ বিঘা জমিতে ধান চাষ হয়। 

গত শনিবার রাতে কওসার তাহলী, শামছুর সানা, মিজান সরদারের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট দিয়ে লবণ পানি তুলে এলাকা প্লাবিত করে। 

এ সময় প্রায় ৫০০ বিঘা বোরো ধান খেতে লবণ পানি উঠে প্লাবিত হয়। লবণ পানি উঠার ফলে ধান মারা যাচ্ছে। তাতে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে কৃষক জাহিদ হাসান জানান। 

এ বিষয় কওসার তাহলী বলেন, আমি পানি তুলেনি কে পানি তুলেছে জানি না। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, রাড়ুলী ইউনিয়নের সমস্ত স্লুইসগেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে লবণ পানি তোলা যাবে না। 

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় যেখানে ধান চাষ হয়েছে সেখানকার স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যদি কেউ লবণ পানি তুলে ফসল নষ্ট করে তাঁদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত