Ajker Patrika

বাপের বাড়ি থেকে মা–ছেলে ৩ দিন ধরে নিখোঁজ 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
বাপের বাড়ি থেকে মা–ছেলে ৩ দিন ধরে নিখোঁজ 

পাটকেল নিখোঁজ হয়েছেন সন্তান ও তার মা। মায়ের নাম ঝরনা রানি (২২)। এ ব্যাপারে ঝরনার স্বামী প্রকাশ দাশ সোমবার পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। 

প্রকাশ দাসের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় ছয়–সাত বছর আগে পাটকেলঘাটার খলিশখালী ইউনিয়নের কাদিকাটি গ্রামের কালিপদ দাশের কন্যা ঝরনা রানি (২২) ও যশোরের কেশবপুর থানার বাদুড়িয়া গ্রামের প্রকাশ দাশের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর ওই দম্পতির একটি পুত্র সন্তান জন্ম নেয়। স্বামী–স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব বা অশান্তি ছিল না। 

ঝরনার স্বামী প্রকাশ দাশ জানান, গত বৃহস্পতিবার তাঁরা একসঙ্গে কাদিকাটি গ্রামে আসেন। বাপের বাড়িতে একদিন থাকার পর শনিবার সকাল ৮টার দিকে স্বামী প্রকাশকে ঘুমন্ত অবস্থায় রেখে ঝরনা রানি তাঁর ছেলেকে নিয়ে হাজরাপাড়া গ্রামে কানের দুল কিনতে যায়। কিন্তু ৩ দিন অতিবাহিত হলেও ঝরনা ও তাঁর পুত্র আসেনি। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবলুর রহমান জানান, বাপের বাড়ি থেকে মেয়ে চলে গেলে সাধারণত পিতা জিডি করেন। যেহেতু স্বামী অভিযোগ করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত