নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম মশিউল হক মিটুর নামে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও, ছবি ও লেখা পোস্টের মাধ্যমে অজ্ঞাতনামা একটি চক্র তাঁকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনার উল্লেখ করে সাংবাদিক মিটু নড়াগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসএম মশিউল হক মিটু জানতে পারেন অজ্ঞাতনামা প্রতারক চক্র ‘মশিউল হক মিঠু’ নামে একটি ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলেছে এবং সেখানে ব্যক্তি বিশেষের অশ্লীল ছবি, লেখা ও ভিডিও পোস্ট করে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্নসহ হয়রানির চেষ্টা চালাচ্ছে। প্রকৃতপক্ষে ওই নামে তাঁর কোনো ফেসবুক আইডি নেই বা খোলেননি। ঘটনাটি জানাজানির পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিসহ তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিটু জানান, তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ হয়রানির উদ্দেশ্যে অজ্ঞাতনামা একটি প্রতারক চক্র তাঁর নাম এবং সহকর্মীদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও ও ছবি পোস্টের মাধ্যমে প্রতারণা চালাচ্ছে। তিনি কখনোই এই নামের ফেসবুক আইডি খোলেননি এবং কোনো কিছু পোস্টও করেননি। তিনি প্রতারকচক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এমন ঘটনায় কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহী জানান, একজন সাংবাদিকের নাম ও সহকর্মীদের ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে হয়রানিসহ প্রতারণা জঘন্য কাজ। প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নড়াইলের কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম মশিউল হক মিটুর নামে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও, ছবি ও লেখা পোস্টের মাধ্যমে অজ্ঞাতনামা একটি চক্র তাঁকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনার উল্লেখ করে সাংবাদিক মিটু নড়াগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসএম মশিউল হক মিটু জানতে পারেন অজ্ঞাতনামা প্রতারক চক্র ‘মশিউল হক মিঠু’ নামে একটি ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলেছে এবং সেখানে ব্যক্তি বিশেষের অশ্লীল ছবি, লেখা ও ভিডিও পোস্ট করে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্নসহ হয়রানির চেষ্টা চালাচ্ছে। প্রকৃতপক্ষে ওই নামে তাঁর কোনো ফেসবুক আইডি নেই বা খোলেননি। ঘটনাটি জানাজানির পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিসহ তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিটু জানান, তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ হয়রানির উদ্দেশ্যে অজ্ঞাতনামা একটি প্রতারক চক্র তাঁর নাম এবং সহকর্মীদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও ও ছবি পোস্টের মাধ্যমে প্রতারণা চালাচ্ছে। তিনি কখনোই এই নামের ফেসবুক আইডি খোলেননি এবং কোনো কিছু পোস্টও করেননি। তিনি প্রতারকচক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এমন ঘটনায় কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহী জানান, একজন সাংবাদিকের নাম ও সহকর্মীদের ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে হয়রানিসহ প্রতারণা জঘন্য কাজ। প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৫ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২৯ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
৩৩ মিনিট আগে