Ajker Patrika

ডুমুরিয়ায় ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)
ডুমুরিয়ায় ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতার দায়ের করা মামলায় আব্দুস সালাম ফকির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁকে গজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

মামলার বিবরণে জানা যায়, জেলার ডুমুরিয়া থানার প্রতিবেশী বেসরকারি সার্ভেয়ার (আমিন) আব্দুস সালাম ফকিরের (২৯) বাড়িতে দীর্ঘদিন ধরে দিন মজুরের কাজ করে আসছিলেন ভুক্তভোগী কিশোরীর বাবা। সেই সুবাদে উভয় পরিবারের মধ্যে একটা সখ্যতা গড়ে উঠে। এরই জেরে আব্দুস সালাম ওই কিশোরীকে ও স্থানীয় আরেকটি একটি মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। 

একপর্যায়ে সালাম ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৮ আগস্ট কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে কিশোরী ও তার পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য সালামকে চাপ দিলে সে কিশোরীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে আব্দুস সালাম ফকিরের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত