Ajker Patrika

সুন্দরবনে আগুন: হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছে বিমানবাহিনী

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৪, ১৭: ৫৬
সুন্দরবনে আগুন: হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছে বিমানবাহিনী

সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়ায় আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। আজ দুপুর দিকে আমরবুনিয়া এলাকায় পানি ছিটানো শুরু করেছে বিমানবাহিনীর হেলিকপ্টার। এর আগে সকাল থেকে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, বন বিভাগের ফায়ার ফাইটার, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। 

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোলা নদী থেকে অন্তত দুই কিলোমিটার দূরে আগুনের উৎসে সকাল থেকে পানি ছিটানো হচ্ছে। ফাইভ লাইন কাটা হয়েছে, যাতে আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে। তিন দিক দিয়ে ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। এখন বনের মধ্যে বড় ধরনের আগুন নেই।’ 

গতকাল শনিবার বেলা পৌনে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে সন্ধ্যা হওয়ায় আগুন নেভানোর কার্যক্রম শুরু না করেই ফিরে যায় তারা। 

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন নেভাতে সকাল থেকে সম্মিলিতভাবে কাজ শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এসিএফ চাঁদপাইকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। স্টেশন কর্মকর্তা ধানসাগর ও স্টেশন কর্মকর্তা জিউধারাকে নিয়ে গঠিত তিন সদস্যের কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগুন নির্বাপণের কাজ শেষ হলে তদন্ত কমিটি কাজ শুরু করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত