Ajker Patrika

নৌকায় ভোট না দিলে গ্রাম ছাড়ার হুমকি, ফেসবুকে ভিডিও ভাইরাল

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫: ৪১
নৌকায় ভোট না দিলে গ্রাম ছাড়ার হুমকি, ফেসবুকে ভিডিও ভাইরাল

নৌকায় ভোট না দিলে গ্রামছাড়া করার হুমকি দিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী। গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী এক সভায় এমন বক্তব্য দেন তিনি। এরই মধ্যে এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। 

ওই রাতে ইউনিয়নের উত্তর চাঁদপুরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় তিনি এই বক্তব্য দেন। 

৩ মিনিট ৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই বক্তব্যে তিনি বলেন, ‘নৌকার বাইরে যাঁরা ভোট দিতে চান, তাঁদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই। বাড়িতে ঘুমান, ভালো থাকবেন। ভোট দিতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইতিহাসের সাক্ষী হয়েন না।’ 

জানা যায়, ১ নম্বর জহুরপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি আসাদুজ্জামান মিন্টু। তাঁকে চ্যালেঞ্জ করে মোটরসাইকেল প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদর উদ্দীন মোল্যা। এ ছাড়া ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন। 

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দিলু পাটোয়ারী বলেন, ‘নির্বাচন নিয়ে খেলতে আইসেন না, এমন খেলা খেলে দিবানে যে বাড়ি ঘুমাতে পারবেন না। বাড়ি যদি ঘুমাতে চান, ২৮ তারিখ ভোট দিতে যাওয়ার চেষ্টা করবেন না। ২৭ তারিখ ব্যাপক ভাঙচুর হবে। ২৮ তারিখের পর ২৯ তারিখও ভাঙচুর হবে।’ 

নেতাকর্মীদের উদ্দেশে দিলু পাটোয়ারী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কিসের ভয় পান? ওদের কাছে কী আছে? আপনাদের কাছে যা আছে, যদি ওরা দেখে, তাহলে ওদের কলিজা শুকিয়ে যাবে। যারা নৌকার বাইরে ভোট দিতে যেতে চায়, তাদের নিষেধ করবেন। তার পরও যারা যেতে চায়, তাদের তালিকা করবেন।’ 

এ বিষয়ে কথা হলে দিলু পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বক্তব্য এডিট করা হয়েছে। এসব কথা বলিনি। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তা ছাড়া আমি জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেছি। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’ 

স্বতন্ত্র প্রার্থী বদর উদ্দীন মোল্যা বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাঁদের জনপ্রিয়তা কমেছে। নির্বাচনে পরাজয়ের ভয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ মানুষদের এভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে।’ 

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, দিলু পাটেয়ারী দলের কেউ নয়। যে বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য। সেটা দলের নয়। গত উপজেলা নির্বাচনে দিলু পাটোয়ারী বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং তাঁর ব্যাপারে কোনো দায়ভার দল নেবে না। তাঁর এই বক্তব্যে কেউ যদি আইনি ব্যবস্থাও নিয়ে থাকে, সে ব্যাপারেও দলের কোনো ভূমিকা থাকবে না। যেহেতু ভোট একটি গণতান্ত্রিক ব্যাপার, সুতরাং সবাই নির্বাচনে দাঁড়াতে পারবেন এবং সব মানুষেরই ভোটের অধিকার আছে। আওয়ামী লীগ এমন রাজনীতিতে বিশ্বাসী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত