ঝিনাইদহ প্রতিনিধি
ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সেখান থেকেই চূড়ান্ত হবে কোন আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী। ঝিনাইদহের সব কটি আসনের অধিকাংশ নেতা-কর্মীই অবস্থান করছেন ঢাকাতে। এতে আজ শনিবার সারা দিন জেলার চারটি সংসদীয় আসনে ছিল না আওয়ামী লীগের কোনো কর্মসূচি।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় প্রতিদিনই বিএনপি-জামায়াতের নৈরাজ্য, হরতাল, অবরোধসহ অন্যান্য কর্মসূচির প্রতিবাদে দিনের বিভিন্ন সময় বিক্ষোভ, মিছিল, মিটিং করেন সরকারদলীয় নেতা-কর্মীরা। কিন্তু আজ কোথাও কোনো কর্মসূচি ছিল না।
জেলার পরিবেশ শান্ত থাকলেও অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। কে মনোনয়ন পাবেন, আর কে পাবেন না, তাঁরা পেলে কী হবে—এমন শঙ্কা কাজ করছে অনেকের মাঝেই। তবে নাম প্রকাশ অনিচ্ছুক অনেক নেতা-কর্মী বলছেন, যাঁরা জেলায় বর্তমানে আছেন, তাঁরাই পাচ্ছেন মনোনয়ন।
সরেজমিন দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ, শহরের পায়রা চত্বর, হরিণাকুণ্ডু শহর ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও বন্ধ। এ ছাড়া কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরসহ সব এলাকাতেই অনেকটাই নেতা-কর্মী শূন্য। সবাই তাঁদের পছন্দের প্রার্থী মনোনয়ন পাবেন, আর তাঁদের নিয়ে নিজ নিজ আসনে ফিরবেন—এমন প্রত্যাশায় অবস্থান করছেন ঢাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা যাবে না। রোববার নেত্রী ঘোষণা করবেন ঝিনাইদহের চারটি আসনে কে নৌকা পাবেন। তবে শুনছি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সমর্থক নেতা-কর্মীরা অনেকেই ঢাকাতে আছেন। শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যাঁরা নৌকা পাবেন অর্থাৎ দলীয় মনোনয়ন পাবেন, তাঁদের বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছি।’
ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সেখান থেকেই চূড়ান্ত হবে কোন আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী। ঝিনাইদহের সব কটি আসনের অধিকাংশ নেতা-কর্মীই অবস্থান করছেন ঢাকাতে। এতে আজ শনিবার সারা দিন জেলার চারটি সংসদীয় আসনে ছিল না আওয়ামী লীগের কোনো কর্মসূচি।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় প্রতিদিনই বিএনপি-জামায়াতের নৈরাজ্য, হরতাল, অবরোধসহ অন্যান্য কর্মসূচির প্রতিবাদে দিনের বিভিন্ন সময় বিক্ষোভ, মিছিল, মিটিং করেন সরকারদলীয় নেতা-কর্মীরা। কিন্তু আজ কোথাও কোনো কর্মসূচি ছিল না।
জেলার পরিবেশ শান্ত থাকলেও অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। কে মনোনয়ন পাবেন, আর কে পাবেন না, তাঁরা পেলে কী হবে—এমন শঙ্কা কাজ করছে অনেকের মাঝেই। তবে নাম প্রকাশ অনিচ্ছুক অনেক নেতা-কর্মী বলছেন, যাঁরা জেলায় বর্তমানে আছেন, তাঁরাই পাচ্ছেন মনোনয়ন।
সরেজমিন দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ, শহরের পায়রা চত্বর, হরিণাকুণ্ডু শহর ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও বন্ধ। এ ছাড়া কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরসহ সব এলাকাতেই অনেকটাই নেতা-কর্মী শূন্য। সবাই তাঁদের পছন্দের প্রার্থী মনোনয়ন পাবেন, আর তাঁদের নিয়ে নিজ নিজ আসনে ফিরবেন—এমন প্রত্যাশায় অবস্থান করছেন ঢাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা যাবে না। রোববার নেত্রী ঘোষণা করবেন ঝিনাইদহের চারটি আসনে কে নৌকা পাবেন। তবে শুনছি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সমর্থক নেতা-কর্মীরা অনেকেই ঢাকাতে আছেন। শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যাঁরা নৌকা পাবেন অর্থাৎ দলীয় মনোনয়ন পাবেন, তাঁদের বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছি।’
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন...
২ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
১ ঘণ্টা আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগে