প্রতিনিধি, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক থেকে মধু ঋষি (৪৬) ও তাঁর ছেলে সাগর ঋষি (২৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁরা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে আটটার দিকে চৌগাছা–যশোর সড়ক সংলগ্ন সিংহঝুলি দফাদার বাড়ির হাদিউজ্জামানের সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ মল্লিকসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মধু ঋষি ও তাঁর সহযোগীরা ওই সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে যান। কোনভাবে মধু ঋষি দেড় ফিট বাই দেড় ফিট মুখ দিয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। সংবাদ পেয়ে ৫ / ৭ মিনিট দূরত্বের নিজ বাড়ি থেকে ছেলে সাগর ঋষি ও মধু ঋষির স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে যেয়ে মায়ের নির্দেশে ছেলে সাগর ঋষি বাবাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে আর না উঠলে স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে সংবাদ দেন। তখন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর বাবা-ছেলের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে লিডার দেলোয়ারের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল পাঠাই।
দেলোয়ার বলেন, সকাল সাড়ে সাতটার দিকে সংবাদ পাই একজন ব্যক্তি সেপটিক ট্যাংকে পড়ে গেছেন। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করি। তিনি ধারণা করে বলেন, সেপটিক ট্যাংকের গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ দুটি হেফাজতে নিয়ে সুরাহতল প্রতিবেদন করেছি। তবে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কিনা এ বিষয়ে তিনি বেলা ১০টা পর্যন্ত জানাতে পারেননি।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসালাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে চৌগাছা থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক থেকে মধু ঋষি (৪৬) ও তাঁর ছেলে সাগর ঋষি (২৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁরা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে আটটার দিকে চৌগাছা–যশোর সড়ক সংলগ্ন সিংহঝুলি দফাদার বাড়ির হাদিউজ্জামানের সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ মল্লিকসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মধু ঋষি ও তাঁর সহযোগীরা ওই সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে যান। কোনভাবে মধু ঋষি দেড় ফিট বাই দেড় ফিট মুখ দিয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। সংবাদ পেয়ে ৫ / ৭ মিনিট দূরত্বের নিজ বাড়ি থেকে ছেলে সাগর ঋষি ও মধু ঋষির স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে যেয়ে মায়ের নির্দেশে ছেলে সাগর ঋষি বাবাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে আর না উঠলে স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে সংবাদ দেন। তখন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর বাবা-ছেলের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে লিডার দেলোয়ারের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল পাঠাই।
দেলোয়ার বলেন, সকাল সাড়ে সাতটার দিকে সংবাদ পাই একজন ব্যক্তি সেপটিক ট্যাংকে পড়ে গেছেন। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করি। তিনি ধারণা করে বলেন, সেপটিক ট্যাংকের গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ দুটি হেফাজতে নিয়ে সুরাহতল প্রতিবেদন করেছি। তবে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কিনা এ বিষয়ে তিনি বেলা ১০টা পর্যন্ত জানাতে পারেননি।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসালাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে চৌগাছা থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১৬ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে