নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় আজিম শেখ (১৮) নামে এক তরুণের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আজিমের সঙ্গে থাকা দুই বন্ধু আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গণ্ডব ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাধাহ গ্রামের শাহজাহান শেখের ছেলে। আহত অপর দুজন হলেন ধোপাধাহ গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ ও খোকন শেখের ছেলে তুফান শেখ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের গণ্ডব ব্রিজে ঘুরতে যান আজিম শেখ ও তাঁর দুই বন্ধু। এ সময় ব্রিজের পাশে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং আজিমের হাত ও পায়ের রগ কেটে দেয়। এ হামলার ঘটনায় শুভ শেখ ও তুফান শেখও আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আজিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নড়াইলের লোহাগড়ায় আজিম শেখ (১৮) নামে এক তরুণের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আজিমের সঙ্গে থাকা দুই বন্ধু আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গণ্ডব ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাধাহ গ্রামের শাহজাহান শেখের ছেলে। আহত অপর দুজন হলেন ধোপাধাহ গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ ও খোকন শেখের ছেলে তুফান শেখ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের গণ্ডব ব্রিজে ঘুরতে যান আজিম শেখ ও তাঁর দুই বন্ধু। এ সময় ব্রিজের পাশে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং আজিমের হাত ও পায়ের রগ কেটে দেয়। এ হামলার ঘটনায় শুভ শেখ ও তুফান শেখও আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আজিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, সিলেট বিভাগের ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। গবেষণাটি ওই বিভাগের শিশুদের অপুষ্টির চিত্র বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলো চিহ্নিত করেছে।
৫ মিনিট আগেভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম—এই পাঁচ বিভাগীয় শহরে নেওয়ার উদ্যোগ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আসনবিন্যাসে দেখা গেছে, কেন্দ্র পছন্দক্রমের প্রথমে থাকা সত্ত্বেও রংপুর
১১ মিনিট আগেরাজধানী, ডেমরা, স্বামী, মোটরসাইকেল, আত্মহত্যা, গৃহবধূ, অভিযোগ, মামলা
১৫ মিনিট আগে