গানবাজনা ও গাজীর গান বর্জনের নির্দেশনা দিলেন ইউপি চেয়ারম্যান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ২০: ৩৫

কুষ্টিয়া সদর উপজেলার এক গ্রামে গানবাজনা ও গাজীর গান বর্জনের নির্দেশনা দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পাটিকবাড়ী ইউনিয়নের মাজিলা গ্রামে অনুষ্ঠিত এক সভায় ইউপি চেয়ারম্যান শেখ রেজভি উজ্জামান এ নির্দেশনা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) আছরের নামাজের পর মাজিলা দারুস সুন্নাহ্ বহুমুখী মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা কর্তৃপক্ষের সহযোগিতায় স্থানীয়দের নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ রেজভি উজ্জামান। এ সময় স্থানীয় মসজিদের ইমামেরা গ্রামে গানবাজনা, গাজীর গান, জুয়া ও মাদক বন্ধের দাবি তোলেন। 

দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান শেখ রেজভি উজ্জামান বলেন, ‘আজকে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে তার মধ্যে গানবাজনা, গাজীর গান, তাস খেলা ও মাদক অন্যতম। সবগুলো সমাজ, পরিবার, ইউনিয়ন ও দেশের জন্য ক্ষতিকর। সবকিছুই যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেই ক্ষতির সঙ্গে আমরা থাকব কেন?’

চেয়ারম্যান নির্দেশনা দিয়ে বলেন, ‘আজ থেকে আপনারা সকলে এই চারটা বিষয় (গানবাজনা, গাজীর গান, তাস খেলা ও মাদক) বর্জন করবেন।’

মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘মাদক শুধু একটা পরিবার নয়, সমাজ ও দেশকে ধ্বংস করে। আজকে থেকে গানবাজনা কিংবা মাদক যেটাই বলি না কেন, সকলের কাছ থেকে বর্জনের আশা রেখে গেলাম।’

চেয়ারম্যান আরও বলেন, ‘এর আগেও আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে এই গ্রামে গানবাজনা বন্ধ হয়েছিল। আস্তে আস্তে আবার শুরু হয়েছে। আমি মনে করি, এর জন্য গ্রামের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা জড়িত। এমনকি আমিও জড়িত। তার কারণ, আপনারাই আবার আমাকে অনুরোধ করেন, আমি না করতে পারি না। তাই আমাকে গানবাজনার জন্য কেউ অনুরোধ করবেন না।’

এ সময় মাজিলা দারুস সুন্নাহ্ বহুমুখী মাদ্রাসার মাহতামিম মুফতি মাওলানা আলমগীর হোসাইন, মাজিলা বাজার মসজিদের ইমাম আবু সুফিয়ান শাওন, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে সভায় মাজিলা বাজার মসজিদের ইমাম আবু সুফিয়ান শাওন বলেন, ‘আমি আমার মসজিদে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে, আমার বাপ সহকারে কেউ যদি, আমার বংশ প্রদীপ সহকারে কেউ যদি গাজীর গান দেই, গাজির গানের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকে, দেখে কিংবা সহযোগিতা করে, তাহলে আমি ইমামতি ছেড়ে দেব। কিন্তু তাদের দোয়ায় শরিক হতে পারব না।’

এই ইমাম আরও বলেন, ‘আর এর যদি ব্যত্যয় ঘটে, তাহলে আমরা ইমাম সাহেবরা আমাদের যে অপশনাল জায়গা আছে, আমরা সেই জায়গা থেকে চেষ্টা করব।’
 
সভার ১৩ মিনিট ১৭ সেকেন্ডের একটি লাইভ ভিডিও স্থানীয় এক সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। পোস্টের কমেন্টে ফরিদ খান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক লেখেন, ‘গাজীর গান ইসলামে হারাম কিনা এ বিষয়ে বিতর্ক আছে। সুস্থ বিনোদনের জন্য গানের প্রয়োজন আছে। মূল সমস্যা অন্যত্র। মাদকবিরোধী উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। সুস্থ বিনোদনকে নিষিদ্ধ করে মাদক বন্ধ করা যাবে না।’

স্থানীয় এক সাংবাদিক ওই পোস্টে মন্তব্য করেন, ‘গাজীর গান হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি। অথচ মাজিলা বাজার প্রায় ৪২টা চায়ের দোকানে টেলিভিশন রয়েছে। তাদের দেখানো হয় ভিনদেশি সিনেমা গান সিরিয়াল।’

এই পোস্টে অনেকেই পক্ষে ও বিপক্ষে মতামত দিয়েছেন। 

এই ধরনের নির্দেশনা একজন জনপ্রতিনিধি হয়ে দিতে পারেন কিনা জানার জন্য পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজভি উজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আমি সাউন্ডবক্সে গানবাজনা বন্ধ করতে বলেছি।’  গাজীর গান বাংলার অনেক প্রাচীন ঐতিহ্য, এটি কেন বন্ধ করতে বলেছেন, এ প্রশ্নে চেয়ারম্যান বলেন, ‘আমি তো বন্ধ করতে বলিনি, বর্জন করতে বলেছি।’ বন্ধ আর বর্জনের মধ্যে পার্থক্য কী— এ প্রশ্নে চেয়ারম্যান বলেন, ‘সামাজিকভাবে ডাকলে অনেক কিছুই বলতে হয়!’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত