মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই দম্পতির ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জনি (২২) উপজেলার চর-গাড়ফা গ্রামের কালাম শেখের ছেলে এবং তাঁর স্ত্রী নাহিদা আক্তার (১৮) একই উপজেলার শারুলিয়া গ্রামের হাফিজুর রহমানে মেয়ে।
জানা যায়, আজ সকাল ৯টায় উপজেলার চর-গাড়ফা গ্রামের শিমুলের বাড়িতে ওই দম্পতির শোয়ার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। গত দুই মাস আগে ওই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এ বিষয়ে ওই দম্পতির পরিবারের লোকজনের সঙ্গে কথা হলে তাঁরা আত্মহত্যার বিষয়ে কিছু জানাতে পারেননি।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ বলেন, প্রতিবেশী রাশিদা বেগম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁদের দেখে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অফিসার ইনচার্জ আরও বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটের মোল্লাহাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই দম্পতির ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জনি (২২) উপজেলার চর-গাড়ফা গ্রামের কালাম শেখের ছেলে এবং তাঁর স্ত্রী নাহিদা আক্তার (১৮) একই উপজেলার শারুলিয়া গ্রামের হাফিজুর রহমানে মেয়ে।
জানা যায়, আজ সকাল ৯টায় উপজেলার চর-গাড়ফা গ্রামের শিমুলের বাড়িতে ওই দম্পতির শোয়ার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। গত দুই মাস আগে ওই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এ বিষয়ে ওই দম্পতির পরিবারের লোকজনের সঙ্গে কথা হলে তাঁরা আত্মহত্যার বিষয়ে কিছু জানাতে পারেননি।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ বলেন, প্রতিবেশী রাশিদা বেগম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁদের দেখে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অফিসার ইনচার্জ আরও বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
অবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
২ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
১০ মিনিট আগেবরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
৩০ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
৩৮ মিনিট আগে