Ajker Patrika

ভারত থেকে এল করোনায় মৃত নারীর মরদেহ

প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২১, ১৫: ১৪
ভারত থেকে এল করোনায় মৃত নারীর মরদেহ

কুষ্টিয়া: ভারতে করোনায় মারা যাওয়া কুষ্টিয়ার শারমিন আক্তার স্মৃতির (৩২) মরদেহ দেশে আনা হয়েছে। গতকাল শনিবার কলকাতায় বাংলাদেশ দূতাবাসের বিশেষ ব্যবস্থাপনায় তাঁর মরদেহ কুষ্টিয়া পৌঁছয়।

স্মৃতির মামা নুরুন্নবী বাবু বলেন, কলকাতায় দূতাবাস থেকে মরদেহের ছাড়পত্র দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে গাড়িতে করে বেনাপোল বন্দরে মরদেহ নিয়ে আসা হয় ১ মে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে দূতাবাস থেকে ই–মেইল না আসায় বাংলাদেশ প্রান্তের কাস্টমস মরদেহ ছাড়তে বিলম্ব করে।

নুরুন্নবী বাবু বলেন, ১ মে ছুটির দিন থাকায় মূলত তাঁরা এই ভোগান্তির মুখে পড়েন। পরে আবার টেলিফোনে দূতাবাসে যোগাযোগ করা হলে ই–মেইল পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপরই সাড়ে ৮টার দিকে মরদেহ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ১১টার দিকে মরদেহবাহী গাড়ি কুষ্টিয়ায় পৌঁছয়। রাতেই মরদেহ কুষ্টিয়ায় দাফন করা হয়েছে।

শারমিন আক্তার স্মৃতি কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ার মঞ্জুর চিশতীর স্ত্রী। কিডনি সমস্যায় চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে গত ২০ মার্চ বেনাপোল হয়ে তারা ভারতে যান স্মৃতি। স্মৃতির মামা নুরুন্নবী বাবু কুষ্টিয়ার স্থানীয় একটি দৈনিকের সম্পাদক। তিনি জানান, বর্ধমানে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ আগে স্মৃতির করোনা পজিটিভ আসে। পরিস্থিতির অবনতি হলে চারদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ এপ্রিল নেওয়া হয় আইসিইউতে। ৩০ এপ্রিল বেলা সাড়ে ৪টায় কলকাতার বর্ধমানের ফর্টিস হাসপাতালে তার মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত