Ajker Patrika

সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। তিনি ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা এবং সে দেশের পুলিশের এসএসআই।

আজ বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় ওই পুলিশ কীভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালাচ্ছিল তা বিজিবির সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে দেশের অভ্যন্তরে পালিয়ে ছিলেন। এরপর ১৩ আগস্ট সন্ধ্যার দিকে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবি তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল বলেন, ‘আদালত থেকে জামিনে বের হওয়ার পর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত