ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। তিনি ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা এবং সে দেশের পুলিশের এসএসআই।
আজ বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় ওই পুলিশ কীভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালাচ্ছিল তা বিজিবির সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে দেশের অভ্যন্তরে পালিয়ে ছিলেন। এরপর ১৩ আগস্ট সন্ধ্যার দিকে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবি তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল বলেন, ‘আদালত থেকে জামিনে বের হওয়ার পর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন।’
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। তিনি ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা এবং সে দেশের পুলিশের এসএসআই।
আজ বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় ওই পুলিশ কীভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালাচ্ছিল তা বিজিবির সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে দেশের অভ্যন্তরে পালিয়ে ছিলেন। এরপর ১৩ আগস্ট সন্ধ্যার দিকে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবি তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল বলেন, ‘আদালত থেকে জামিনে বের হওয়ার পর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন।’
মাগুরায় শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। আজ রোববার সকালে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৯ মিনিট আগেরংপুরে চাঁদা দাবির ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ মিনিট আগেমাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ রোববার সকালে সেখানে যান তিনি। উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
৩৪ মিনিট আগেঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চালককে কুপিয়ে ও পিটিয়ে মোটরসাইকেল, টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেয় ডাকাতেরা। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার কোটচাঁদপুর-জীবননগর সড়কের শাহাপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে