কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) চিকিৎসাধীন তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম।
মৃত শিশুটি কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার বাসিন্দা।
হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম বলেন, শিশুটি সেফটি সেমিয়াসহ কয়েকটি রোগে আক্রান্ত ছিল এবং সেই সঙ্গে করোনা পজিটিভ ছিল। বেশ কিছুদিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছিল।
এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮শ জনে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় মৃতের সংখ্যা ৩৫৭ জন, কুমারখালীতে ১১০ জন, দৌলতপুরে ১০২ জন, ভেড়ামারা ৭৬ জন, মিরপুর ১১৮ জন এবং খোকসা উপজেলার ৩৭ জন।
এদিকে, করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হলেও গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে কুষ্টিয়ায় এর সংক্রমণ কমতে শুরু করেছে।
জেলা সিভিল সার্জন অফিস এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। তবে আক্রান্তদের অধিকাংশই বাড়িতে চিকিৎসা নেওয়ার কারণে এখনো হাসপাতালে রোগীর চাপ তেমন একটা নেই বললেই চলে।
হাসপাতালে পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম বলেন, এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০২ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার ২৩১ জনের। এর মধ্যে ২১ হাজার ২২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৯৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৮৬ জন।
কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) চিকিৎসাধীন তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম।
মৃত শিশুটি কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার বাসিন্দা।
হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম বলেন, শিশুটি সেফটি সেমিয়াসহ কয়েকটি রোগে আক্রান্ত ছিল এবং সেই সঙ্গে করোনা পজিটিভ ছিল। বেশ কিছুদিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছিল।
এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮শ জনে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় মৃতের সংখ্যা ৩৫৭ জন, কুমারখালীতে ১১০ জন, দৌলতপুরে ১০২ জন, ভেড়ামারা ৭৬ জন, মিরপুর ১১৮ জন এবং খোকসা উপজেলার ৩৭ জন।
এদিকে, করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হলেও গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে কুষ্টিয়ায় এর সংক্রমণ কমতে শুরু করেছে।
জেলা সিভিল সার্জন অফিস এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। তবে আক্রান্তদের অধিকাংশই বাড়িতে চিকিৎসা নেওয়ার কারণে এখনো হাসপাতালে রোগীর চাপ তেমন একটা নেই বললেই চলে।
হাসপাতালে পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম বলেন, এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০২ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার ২৩১ জনের। এর মধ্যে ২১ হাজার ২২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৯৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৮৬ জন।
অবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
১৮ মিনিট আগেবরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
৩৮ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে