Ajker Patrika

সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৪২
সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের 

সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে হাফেজ শেখ জুবায়ের আহমেদ নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শেখ জুবায়ের আহমেদ (১৫) শহরের পলাশপোল পূর্বপাড়া এলাকার শেখ কবিরুজ্জামানের ছেলে। সে গত বছর পলাশ পোল নুরুল কোরআন মদিনা মাদ্রাসা থেকে হাফেজি পাস করে। আহত দুজন হলেন রাহাত আলী (১৬) ও তরিকুল ইসলাম (২৬)। তাঁরা তালা উপজেলার ত্রিশমাইল এলাকার বাসিন্দা। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শেখ জুবায়ের আহমেদ নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও সংগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

নিহত জুবায়েরের বাবা শেখ কবিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলের বন্ধু রাহাত আলী সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা অভিমুখে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় জুবায়ের পেছনে বসেছিল। এ সময় অপর একটি মোটরসাইকেলে (সাতক্ষীরা-ল-১১৭৮৬৬) তরিকুল ইসলাম নামে এক যুবক বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসার সময় দুজনেই নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটায়। এতে ঘটনাস্থলে জুবায়ের মারা যায়।’ 

ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার এসআই তন্ময় দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’  
 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত