Ajker Patrika

অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী তরুণীকে আশ্রয় দিয়ে দুশ্চিন্তায় দিনমজুর

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৮: ৫০
অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী তরুণীকে আশ্রয় দিয়ে দুশ্চিন্তায় দিনমজুর

বাকপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা এক তরুণী মেহেরপুরের গাংনী উপজেলার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাঁর সঙ্গে কথা বলে পরিচয় অনুসন্ধানের চেষ্টা করেন মোহাসিন আলী নামের স্থানীয় এক বাসিন্দা। সে সময় কোনো কিছু বুঝতে বা জানতে না পারলেও মেয়ের সমবয়সী ওই তরুণীকে দেখে খুব মায়া হয় তাঁর। বর্তমানে দিনমজুর মোহাসিন আলী তরুণীকে বাড়িতে নিয়ে যথাসম্ভব সেবা ও যত্ন করছেন এবং সন্ধান চালিয়ে যাচ্ছেন অন্তঃসত্ত্বা ওই তরুণীর পরিবারের।

বর্তমানে ওই তরুণী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চককল্যাণপুর গ্রামে মো. মোহাসিন আলীর বাড়িতে।

স্থানীয়রা বলছে, গতকাল বৃহস্পতিবার গাংনী উপজেলার দেবীপুর বাজারে ওই তরুণী রাস্তায় অবচেতনে ঘুরে বেড়াচ্ছিলেন। সে সময় একদল শিশু তাঁকে বিরক্ত করছিল। এ ঘটনা দেখে মোহাসিন আলী নামের এক ব্যক্তি এগিয়ে যান। ওই তরুণীর যেন কোনো সমস্যা না হয়, সে কারণে তাঁকে বাড়িতে নিয়ে আশ্রয় দেন। নানাভাবেই ওই তরুণীর পরিবারের খোঁজ করার চেষ্টা করা হচ্ছে। 

এ বিষয়ে মোহাসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটিকে দেখে মায়া হলো। আমার মেয়ের বয়সী, আনুমানিক বয়স আনুমানিক ২০ থেকে ২২ হবে। এ ছাড়া সে অন্তঃসত্ত্বা। কবে হারিয়ে গেছে তা-ও সে বলতে পারে না। রাস্তায় ছোট বাচ্চারা তাকে বিরক্ত করছিল। গর্ভের সন্তানের যাতে কোনো ক্ষতি না হয়, এ জন্য তাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। এখন মেয়েটার পরিবারের খোঁজ পাওয়া গেলে, আমি চিন্তামুক্ত হতাম।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবারের ধারণা এক মাসের মধ্যেই সে সন্তান প্রসব করবে। আমরা এখন একরকম দুশ্চিন্তায় রয়েছি। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টা জানানো হয়েছে। আগামীকাল (শনিবার) মেয়েটাকে হাসপাতালে নেব।’ 

মোহাসিন আলীর স্ত্রী জোছনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরাও গরিব মানুষ! এর মাঝেও মেয়েটার যেন কোনো সমস্যা না হয় সে জন্য আশ্রয় দিয়েছি। তার কোনো ক্ষতি হোক, আমরা চাই না। দ্রুত মেয়েটার পরিবারের খোঁজ পাওয়া গেলে, খুব ভালো হতো।’ 

তিনি আরও বলেন, ‘সে মাঝে মাঝে কান্নাকাটি করছে। হয়তো তার স্বামী-সন্তান রয়েছে। অস্পষ্টভাবে বলছে যে নাম বলছে সেটা অনন্যা, বাড়ি জয়পুরহাটের তেলিগাতি বলে মনে হয়। কিন্তু বিষয়টা স্পষ্ট না। তার কথাও বোঝা যাচ্ছে না।’ 

এ বিষয়ে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হুদা বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘থানা এবং সমাজসেবা অফিসে কথা বলে মেয়েটাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরশেদ আলী বলেন, ‘আমরা থানার সঙ্গে যোগাযোগ করে প্রতিবন্ধী ওই অন্তঃসত্ত্বা মেয়েটি যে বাড়িতে রয়েছে, সেখানে খোঁজখবর নিচ্ছি।’ 

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আমরা তাঁর সার্বিক খোঁজখবর নিয়ে পরিবারের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব।’ 

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ‘আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত