Ajker Patrika

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় যুবক নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৭: ১৬
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় যুবক নিহত

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাইভেট কারের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার হাজিরালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আল আমিন হোসেন (২০)। তিনি ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর গ্রামের হামিজউদ্দীন মধুর ছেলে। 

স্থানীয়রা জানান, আল আমিন দ্রুতগতিতে পাম্প থেকে তেল নিতে মোটরসাইকেলে যাওয়ার পথে তাঁর সামনে একটি ভ্যান পড়ে। তিনি হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় বেনাপোলের দিক থেকে আসা যশোরগামী দ্রুতগতির প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়। 

প্রত্যক্ষদর্শী সাকিব হাসান বলেন, ‘স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাইভেট কারটি একটি ট্রাককে ওভারটেক করে রং সাইডে এসে তাকে চাপা দেয়।’ 

হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মেহেদী হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তাঁর মৃত্যু হয়। 

নাভারণ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত