Ajker Patrika

ডুমুরিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় প্রার্থী পুলিশি হেফাজতে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১: ৫৮
ডুমুরিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় প্রার্থী পুলিশি হেফাজতে

ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও শোভাযাত্রা করতে নিষেধ করায় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাগুরখালী ইউনিয়নের বাগারদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। হামলার অভিযোগে গতকাল শুক্রবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

এ সময় আহত হয়েছেন মাগুরখালী ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম (৪৬), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন (৩৫), কনস্টেবল রুবেল শেখ (৩৫)। 

স্থানীয়রা জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রাত ৮টার পর কোনো রকম প্রচার-প্রচারণা ও মিছিল করা যাবে না বলে নির্দেশনা রয়েছে। তবে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নৌকা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা হাতে লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষ প্রার্থীর বিপক্ষে নানা উসকানিমূলক বক্তব্য দিতে থাকেন। তাই মাগুরখালী ক্যাম্পের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম অন্য পুলিশ সদস্যদের নিয়ে মিছিলকারীদের থামানোর চেষ্টা করেন। এ সময় মিছিলকারীদের মধ্যে ৪০ থেকে ৪৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আহত হন ক্যাম্পের ইনচার্জসহ কয়েক জন পুলিশ সদস্য। এঁদের মধ্যে তিনজন রাতে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে আহত পুলিশ সদস্যরা মাগুরখালী ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন। এ সময় পুলিশের তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। 

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবাইদুর রহমান বলেন, শুক্রবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আচরণবিধি লঙ্ঘন করে মিছিল, শোভাযাত্রা করা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিমল কৃষ্ণসহ আরও তিনজনকে শুক্রবার রাতে থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত