Ajker Patrika

চালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি 

ইবি প্রতিনিধি
চালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে গড়াই পরিবহনের চালককে মারধরের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বুধবার প্রক্টরিয়ার বডি, ছাত্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ আলোচনা সভায় বাস চালক তোজাম্মেল হোসেন সবুজের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।

মারধরের ঘটনায় জড়িতদের শনাক্তকরণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিনকে আহবায়ক ও সিকিউরিটি ইনচার্জ আব্দুস সালামকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুল ইসলাম। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ৪-৫ জন শিক্ষার্থী প্রধান ফটকে বাস ড্রাইভার তোজাম্মেল হোসেন সবুজ ও বাসে কর্মরত স্টাফদের বাটাম দিয়ে মারধর করেন। এতে তাঁরা সকলেই আহত হন। মারধরের সময় তাঁদের কাছ থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এর আগে এ ঘটনাকে কেন্দ্র করে জড়িতদের বিচারের দাবিতে দুপুর ১২টা থেকে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বাসে স্টাফরা। পরবর্তীতে দুপুর দেড়টায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উভয় পক্ষের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে বাস ড্রাইভার সবুজ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমি অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে আমরা বিস্তারিত জানতে পারবো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত