Ajker Patrika

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১৫: ৫৯
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় গুরুতর আহত সাংবাদিক মাহমুদুল হাসান রতন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা যায়, নিহত মাহমুদুল হাসান ‘দৈনিক ঢাকা প্রতিদিন’ পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকার মো. নূর হোসেনের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার চেলেরঘাট এলাকায় মোটরসাইকেলে করে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় গুরুতর আহত হন মাহমুদুল হাসান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। আজ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত