নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় ধানবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক ও এক যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জারিয়া-শ্যামগঞ্জ সড়কের আতকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।
নিহতরা হলেন, পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে মুহিত (৩৩) ও একই উপজেলার জালশুকা গ্রামের মজিবুর রহমানের ছেলে অটোরিকশাচালক আনোয়ার (২৪)।
এ ঘটনায় অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা শ্যামগঞ্জ থেকে জারিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে ধানবোঝাই একটি ট্রাক দুর্গাপুর থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পূর্বধলার আতকাপাড়া এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়।
এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে। তবে এর আগেই চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, দুই লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এদিকে পলাতক ট্রাকচালকের নাম পরিচয় পাওয়া গেছে। তাঁকে ধরতে চেষ্টা চলছে।
নেত্রকোনার পূর্বধলায় ধানবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক ও এক যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জারিয়া-শ্যামগঞ্জ সড়কের আতকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।
নিহতরা হলেন, পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে মুহিত (৩৩) ও একই উপজেলার জালশুকা গ্রামের মজিবুর রহমানের ছেলে অটোরিকশাচালক আনোয়ার (২৪)।
এ ঘটনায় অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা শ্যামগঞ্জ থেকে জারিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে ধানবোঝাই একটি ট্রাক দুর্গাপুর থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পূর্বধলার আতকাপাড়া এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়।
এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে। তবে এর আগেই চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, দুই লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এদিকে পলাতক ট্রাকচালকের নাম পরিচয় পাওয়া গেছে। তাঁকে ধরতে চেষ্টা চলছে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে