Ajker Patrika

যমুনার পানি বেড়ে পাড়ে ভাঙন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
যমুনার পানি বেড়ে পাড়ে ভাঙন

জোয়ারে নদীর পানি বেড়ে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনার পূর্ব পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানান স্থানীয়রা। 

আজ রোববার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের বটতলা এলাকায় গিয়ে দেখা গেছে, হঠাৎ জোয়ারে যমুনার পানি বেড়ে নদীর পূর্বপাড়ে ভাঙন দেখা দিয়েছে। যমুনার এ ভাঙনে পূর্বপাড়ের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়ক ঝুঁকিতে পড়েছে। 

তীরে বসবাসকারীরা পানি বাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন। শিগগিরই এ ভাঙনরোধে ব্যবস্থা না নিলে ভরা মৌসুমে ভাঙন আরও তীব্র হয়ে উঠবে। এতে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ফলে নদীর পূর্বপাড়ে বসবাসকারীরা আশ্রয়হীন হয়ে পড়বে বলে আশঙ্কা তাঁদের। এ ছাড়াও পাড় ভেঙে যাওয়ায় নদী পথে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

কাওয়ামারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম আলী, পোলট্রি খাদ্য ও ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ মিন্টু, ব্যবসায়ী হায়দার আলী, নিজাম উদ্দিন, হারুন, ময়নাল হকসহ স্থানীয়রা জানান, গত কয়েক দিনের জোয়ারে যমুনার পানি বেড়ে গেছে। এতে যমুনার পূর্বপাড়ের কাওয়ামারা এলাকার বটতলায় ভাঙন দেখা দিয়েছে। এতে তাঁদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। 

এ ভাঙন তীব্র আকার ধারণ করলে সরিষাবাড়ী-ভূয়াপুর মহাসড়ক ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়বে। নদীর পাড়ে ভাঙন ধরায় নদী পথে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তাঁরা। 

এ বিষয়ে পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন বলেন, ভাঙনের বিষয়টি ইউনিয়ন পরিষদে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ভাঙনের বিষয়টি তার জানা ছিল না। ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত